close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

একাত্তরের স্বপ্ন ব্যর্থতার দায়ে এক দলের দিকে আঙুল তুললেন আসিফ নজরুল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
একটি দলের ব্যর্থতার কারণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ব্যর্থ হয়েছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক
একটি দলের ব্যর্থতার কারণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ব্যর্থ হয়েছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। "দেশপ্রেমের চেতনায় মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে লড়াই করেছেন" উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “জুলাই মাসে গণ-অভ্যুত্থানে ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে এই আত্মত্যাগের কথা স্মরণ করছি।” তিনি আরও বলেন, “১৯৭১ সালে অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও আমরা একটি সুস্থ, স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। এর কারণ ছিল একটি বিশেষ দলের ব্যর্থতা এবং কিছু নেতিবাচক মানসিকতা। আমরা যেন সেই একই ব্যর্থতার পুনরাবৃত্তি না করি।” তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ পেয়েছি, সেই সুযোগ যেন আমরা আর নষ্ট না করি। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের একমাত্র প্রত্যয় হওয়া উচিত—স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিয়ে যাওয়া।” আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের সহযোগিতায় পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে নামে। শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার কৃতী সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। বিশেষ করে ১৪ ডিসেম্বরের সেই ভয়াল দিনে রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিতে অসংখ্য বুদ্ধিজীবীর ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মাধ্যমে জাতির মেধাকে নিঃশেষ করার ঘৃণ্য চক্রান্ত প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকেই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন আজ সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁদের রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর স্মৃতিসৌধ এবং সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকেই সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে স্মৃতিসৌধে ভিড় করছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্য যেন নতুন করে আমাদের একাত্তরের চেতনা ফিরিয়ে আনে। তরুণ প্রজন্মের আত্মত্যাগ আর ঐক্যবদ্ধ প্রয়াসে গড়ে উঠুক মুক্তিযুদ্ধের স্বপ্নের সেই বাংলাদেশ।
Tidak ada komentar yang ditemukan