এই মুহুর্ত থেকে সাবধান হয়ে যান, কোনো বাপই আপনাদের রক্ষা করতে পারবে না..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাবনার চাটমোহরে উত্তপ্ত রাজনৈতিক মঞ্চ। উঠান বৈঠকে বিএনপি নেতা হাসানুল ইসলাম রাজা স্পষ্ট ঘোষণা দিলেন—চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীরা সাবধান না হলে তাদের জন্য প্রস্তুত আছে কঠোর প্রতিরোধ। বললেন, “এইবার আর..

চাটমোহর এখন আর আগের মতো নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর লড়াই ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসানুল ইসলাম রাজা।
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত উঠান বৈঠকে শুক্রবার (১৪ জুন) রাতে এই নেতার জ্বালাময়ী বক্তব্যে পুরো রাজনৈতিক অঙ্গন কেঁপে উঠে।

তিনি বলেন, “গত দশ মাস ধরে চাটমোহর জুড়ে যে ত্রাসের রাজত্ব চলছে, তা আর চলতে দেওয়া হবে না। যারা দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত, তারা এখনই থামুন। নইলে নিজের হাতে পিঠের চামড়া লাল করে ছাড়বো। তখন কোনো প্রভাবশালী বাবাও আপনাদের বাঁচাতে পারবে না।”

 

হাসানুল রাজা কেবল অপরাধীদের নয়, নিজ দলের অভ্যন্তরের দ্বিচারিতার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “তোরা ২০০৮ সাল থেকে আমার খাবার খেয়ে, গাড়িভাড়া নিয়ে, হাত খরচে রাজনীতি করেছিস। আজ আমার বিরুদ্ধে চক্রান্ত করছিস? সেই শক্তি কি তোদের আছে? জনসমর্থন কি তোদের আছে?”
তিনি আরও বলেন, “আমি মেহনতি মানুষের পাশে দাঁড়াতে রাজনীতি করি, মাস্তান বা টাকার জন্য নয়।

 

চাটমোহরে আজ যারা ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে চায়, যারা ভোটের নামে অন্য জেলার মানুষ এনে এমপি বানাতে চায়, তাদের সরাসরি হুঁশিয়ার করছি,’ বলেন রাজা। তিনি জানান, ‘‘আমি শুধু বলেই থামবো না, প্রয়োজনে নিজ হাতে প্রতিরোধ গড়ে তুলবো। যারা মিথ্যা হুমকি দিচ্ছে, তাদের জিভ ধরে টেনে বের করে আনবো।”

 

রাজা জানান, “আমি ইউনিয়নে ইউনিয়নে যাচ্ছি শহীদ জিয়ার আদর্শ, ম্যাডাম জিয়ার সংগ্রাম আর তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। এটা আমার দায়িত্ব, কারণ রাজনীতি আমি করি দেশের খেটে খাওয়া, নিপীড়িত মানুষের জন্য।”

 

তোমরা যদি খেলোয়ার হও, সামনে এসে খেলো। রাজার টাকা খেয়ে বড় হয়েছো, আজ রাজাকে সরানোর চেষ্টা করছো? আমি ভয় পাই না তোমাদের রক্তচক্ষুকে। যেখানে অন্যায়, সেখানেই প্রতিরোধ। আমি রাজা, জনতার রাজা। চাটমোহরে আর কেউ অন্যায়ের নিরাপদ আশ্রয় পাবে না।

এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, চাটমোহরে অপরাধীদের আর নিরাপদ আশ্রয় নেই। বিএনপির অভ্যন্তরেও শুদ্ধি অভিযান শুরু হচ্ছে বলেই ইঙ্গিত দিলেন হাসানুল ইসলাম রাজা। এখন দেখার বিষয়, তিনি তার ঘোষণার বাস্তবায়নে কতদূর এগোতে পারেন।

Keine Kommentare gefunden