close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

এই ভারতকে তিন দিনেই হারাতাম!" – রানাতুঙ্গার বিস্ফোরক মন্তব্যে সরগরম ক্রিকেটবিশ্ব!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তার দাবি, তার সময়ের শ্রীলংকা দল ব
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তার দাবি, তার সময়ের শ্রীলংকা দল বর্তমান ভারতীয় দলকে মাত্র তিন দিনেই হারিয়ে দিতে সক্ষম হতো! ভারতের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স হতাশাজনক। নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও পরাজয় বরণ করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে পড়েছে ভারত। আর এই অবস্থাতেই রানাতুঙ্গার মন্তব্য যেন ক্ষতে নুনের ছিটা দিলো! রানাতুঙ্গার বিস্ফোরক মন্তব্য বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ভারতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে ‘দ্য টেলিগ্রাফ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমাদের দলে চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলাররা ছিল। এই ভারতীয় দলকে আমরা তিন দিনেই হারাতে পারতাম!" ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলংকা দলের নেতৃত্বে ছিলেন রানাতুঙ্গা। সে সময় অরবিন্দ ডি সিলভা, সনৎ জয়াসুরিয়া, চামিন্ডা ভাস, মুত্তিয়া মুরালিধরনের মতো তারকারা ছিলেন শ্রীলংকা দলে। এই দলই বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। শ্রীলংকার পতন ও বোর্ডের দুর্নীতি একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা শ্রীলংকা এখন সেই অবস্থানে নেই। সাম্প্রতিক সময়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত ব্যর্থ হচ্ছে তারা। রানাতুঙ্গার মতে, এর মূল কারণ ক্রিকেট বোর্ডের দুর্নীতি। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে গেছে শ্রীলংকা। দলটির ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে রানাতুঙ্গা বলেন, "শ্রীলঙ্কা দলে প্রতিভার অভাব নেই, কিন্তু বোর্ডের দুর্নীতির কারণে ক্রিকেটের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিগ্রস্ত।" ভারতীয় ক্রিকেটে নতুন সংকেত? ভারতের টেস্ট দলে ব্যাটসম্যানদের বাজে ফর্ম ও বোলিং লাইনআপের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকারা সাদা পোশাকে নিজেদের সেরা ছন্দে নেই। অন্য ব্যাটাররাও দায়িত্ব নিতে পারছেন না। রানাতুঙ্গার এই মন্তব্য ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভারতীয় ক্রিকেট দল সামনের সিরিজগুলোতে নিজেদের শক্তিশালী অবস্থান পুনরুদ্ধার করতে পারে কি না!
コメントがありません