আমার বিশ বসন্ত একাকী কেটে গেছে...কখনো কেউ বলেনি ভালোবাসার কথা !কেউ বলেনি ভালো লাগার কথা!কেউ কখনো বলেনি "হে যুবক একটু বিশ্রাম নাও, পথের বাকেঁ একটু বসো "বিশ বসন্ত পর একজন এসে আমাকে কাছে টেনেছে ।আমাকে পাগলের মতো কাছে টানছে ।তার ভালোবাসায় আমি ধন্যসেই ভূমিকা আমার বিশ বছরের প্রথম ছোয়াঁ, প্রথম কোন নারীপ্রথম কোন বিপরীত লিঙ্গ ।আমার অষ্ট প্রহরের প্রতিক্ষার ফল ,আমার প্রথম স্পর্শ ,প্রথম চুম্বণপ্রথম কোন বদ্ধ রুমে একটানা দীর্ঘক্ষন কাটানোর প্রথম এক অভিঙ্গতা ।আমার বন্ধু , আমার প্রেমিকা ।ভুমিকা আমার দীর্ঘ বিশ বছরের প্রথম বসন্তের ফুলটি আঁজো তোমার খোঁপায় দিবোবলে প্রতিক্ষায় আছি ।