close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এ কে এম কায়সারুল আলম সোহাগের কবিতা

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
প্রতিক্ষায় আছি
আমার বিশ বসন্ত একাকী কেটে গেছে...
কখনো কেউ বলেনি ভালোবাসার কথা !
কেউ বলেনি ভালো লাগার কথা!
কেউ কখনো বলেনি "হে যুবক একটু বিশ্রাম নাও, পথের বাকেঁ একটু বসো "
বিশ বসন্ত পর একজন এসে আমাকে কাছে টেনেছে ।আমাকে পাগলের মতো কাছে টানছে ।
তার ভালোবাসায় আমি ধন্য
সেই ভূমিকা আমার বিশ বছরের প্রথম ছোয়াঁ, প্রথম কোন নারী
প্রথম কোন বিপরীত লিঙ্গ ।
আমার অষ্ট প্রহরের প্রতিক্ষার ফল ,
আমার প্রথম স্পর্শ ,
প্রথম চুম্বণ
প্রথম কোন বদ্ধ রুমে একটানা দীর্ঘক্ষন কাটানোর প্রথম এক অভিঙ্গতা ।
আমার বন্ধু , আমার প্রেমিকা  ।
ভুমিকা আমার দীর্ঘ বিশ বছরের প্রথম বসন্তের ফুলটি আঁজো তোমার খোঁপায় দিবো
বলে প্রতিক্ষায় আছি ।
Nessun commento trovato


News Card Generator