close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‘দুষ্কৃতিদের বলছি, এবার থামুন’, বাংলাদেশ প্রসঙ্গে বলিউড অভিনেতা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারা দেশের মানুষ। এর মধ্যে বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারা দেশের মানুষ। এর মধ্যে বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়া যাচ্ছিল। ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীরশ্রেষ্ঠসহ বেশকিছু ম্যুরাল ও স্থাপনা। আঘাত হানা হয়েছে সংখ্যালঘুদের ওপরে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা আদিল হুসেইন। আদিল লিখেছেন, “বাংলাদেশের ছবি ও ভিডিওগুলো সত্যিই হৃদয়বিদারক। সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা চমকে দেওয়ার মতো। ওঁদের সুরক্ষা দেওয়া উচিত। নির্যাতিতদের কষ্ট ও যন্ত্রণা বুঝতে পারছি। আমি ওঁদের পাশে আছি।” আদিল তাঁর পোস্টে আরও লেখেন, “দুষ্কৃতিদের এবার থামার জন্য অনুরোধ করছি। লজ্জায় ওদের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত এই কাজের জন্য।' ভারতের নেটাগরিকেরা আদিলের এই পোস্টের সঙ্গে সহমত হন। কেউ বলেন, ‌‌‘অবশেষে বলিউডের কোনও অভিনেতা এই ঘটনার বিরুদ্ধে সরব হলেন। আপনাকে কুর্নিশ।’ আর এক জন মন্তব্য করেন, ‘স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলার জন্য আপনাকে ধন্যবাদ।’ উল্লেখ্য, ‘আইয়ারি’, ‘কবির সিং’, ‘বেল বটম’, ‘দোবারা’ এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে বলিউডের অতি পরিচিত অভিনেতা আদিল হুসেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর আরও একটি ছবি ‘উলঝ’।
لم يتم العثور على تعليقات


News Card Generator