close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দুর্গম পাহাড়ে শীতার্থদের পাশে ৫৪ বিজিবি 

Md sohel Rana avatar   
Md sohel Rana
****

মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি) 

সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির দুর্গম পাহাড়ে শীতার্থদের পাশের গিয়ে ৫৪ বিজিবির সৈনিকরা শীত বস্ত্র বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (১জানুয়ারী) ভোরে ৫৪ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সাজেক দুর্গম পাহাড়ে  নিউথাংনাংপাড়া বিওপির বিওপি কমান্ডার নায়ক সুবেদার মোঃ সাইফুল ইসলাম কর্তৃক নিউথাংনাং পাড়ায় বসবাসরত জনগোষ্ঠী গরিব ও দুস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

৫৪ বিজিরি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন এই প্রচন্ড শীতে অসহায় গরিব দুস্থদের চিন্তাভাবনায় এ কার্যক্রম করা হয়েছে, এই মানবিক সহায়তার কার্যক্রম সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  শীতবস্ত্র পেয়ে বয়স্ক বৃদ্ধরা বলেন  বিজিবি আমাদেরকে শীতে  কম্বল দিয়েছেন আমরা বিজিবির

প্রতি কৃতজ্ঞ।

Комментариев нет


News Card Generator