বৃহস্পতিবার (০১জানুয়ারি) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকা নিউথাংনাংপাড়া বিওপির আওতাধীন নিউথাংনাং পাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
নিউথাংনাংপাড়া বিওপির বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, প্রচণ্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবের কথা বিবেচনা করেই এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে নিউথাংনাংপাড়া ও পার্শ্ববর্তী গন্ডাছড়া পাড়ার কারবারিসহ স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।



















