দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
একই মহা সড়কের জেলা সদরের লক্ষ্মিতলায় ট্রাক চাপায় অটোবাইক চালক এবং ঘোড়াঘাটে কোচ চাপায় পথচারি কৃষক নিহত হয়েছে।..

দিনাজপুর প্রতিনিধি >  দিনাজপুর সদরে ট্রাক চাপায় একজন অটোবাইক চালক এবং ঘোড়াঘাটে কোচ চাপায় একজন পথচারি কৃষক নিহত হয়েছে। আজ শুক্রবার একই সড়কে পৃথক ওই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, আজ শুক্রবার দুপুরের দিকে জেলা সদরের লক্ষ্মিতলায় ট্রাক চাপায় অটোবাইক চালক বেলাল হোসেন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুই আরোহি। 

নিহত বেলাল হোসেন (৩৮) চিরিরবন্দরের তালপুকুর গ্রামের মঞ্জুরুলের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সিভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা। আহতদের মধ্যে ২জনকে আশংকাজনক অবস্হায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে তারা। পরে অটো চালক বেলাল হোসেন মারা যায়।

কোতোয়ালী থানার উপ পরিদর্শন হান্নান জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুত্বর আহত হয়েছে।

এর সকালে ঘোড়ঘাটের সোনামূখি বাজারে রাস্তা পারাপারের সময় একটি কোচের চাপায় আবুল হোসেন নামে একজন পথচারি কৃষক নিহত হন।আবুল হোসেন (৬৫) ঘোড়াঘাটের উদয়ধুল গ্রামের মৃত মহসীন আলীর ছেলে।ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক মনির উজ্জামান জানান, বাজারে চা নাস্তা খেয়ে বাড়ী ফেরার সময় কোচ চাপায় ওই কৃষক দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। কোচটি সনাক্তের চেষ্টা করছেন তারা।ঘোড়াঘাটের সোনামূখী বাজারে রাস্তা পারাপারের সময় কোচের চাপায়  পথচারি কৃষক নিহত হয়েছেন।

לא נמצאו הערות


News Card Generator