close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বাস্হ্যকর্মী শিক্ষক শিক্ষার্থী এবং নারী শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশ গ্রহনে সপ্তাহব্যাপি কর্মসূচি চলবে ৩ জুন পর্যন্ত।..
স্টাফ রিপোর্টার  > দিনাজপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। সকালে র‍্যালী এবং আলোচনাসভার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম। কর্মসূচি চলবে ৩রা জুন পর্যন্ত। 
 
র‍্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তে আয়োজিত আলোচনাসভায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা শাহ মোহাম্মদ শরিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক এ. টি. এম নাজমুল হুদা, জেলা শিক্ষা স্বাস্হ্য কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সার্বিক তত্ববধান করেন তৌহিদুল ইসলাম।
 
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্হাপনায় এবং জনস্বাস্হ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে, প্রথম দিনে ২৮ মে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ গ্রহনে জেলা এবং উপজেলা পর্যায়ে র‍্যালী এবং আলোচনাসভা। ২৯ মে পুষ্টিখাতে সরকারের গৃহীত কার্যক্রম অর্জন চ্যালেঞ্জ মোকাবেলার উপায় ও পুষ্টব বিষয়ক আলোচনাসভা এবং শিশুদের পুষ্টি বিষয়ক চিত্রাংখন প্রতিযোগিতা, ৩০মে ইসলামী ফাউন্ডেশনন ও স্হানীড প্রশাসনের সহযোগিতায় মসজিদে আগত মুসল্লীদের বয়ানে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য পুষ্টিবার্তা প্রচার এবং জেলা পর্যায়ে কমপক্ষে ৩টি এতিমখানা লিল্লাহ বোডিংয়ে পুষ্টিবার্তা প্রচারসহ পুষ্টিকর খাদ্য বিতরন। ৩১ মে মাঠ পর্যায়ে আগত রোগী ও স্বজনদের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য প্রচার,  সদর হাসপাতালে পুষ্টি বিষয়ক কাউন্সিলিং, জেলা পর্যায়ে একটি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ছাত্রছাত্রীদের সমাবেশের আয়োজন এবং পুষ্টিবার্তা পৌছানো, খাদ্য ও পুষ্টি বিষয়ক রচনা প্রতিযোগিতা, ১লা জুন মা সমাবেশ গর্ভবত মা শিশুর খাদ্য ও পুষ্টি চাহিদা পুরনে সঠিক উপায় সম্পর্কে অবহিত করা, ২রা জুন সরকারি বেসরকারিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ প্রবীনদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনাসভা এবং প্রবীন ব্যক্তিদের স্বাস্হ্য পরীক্ষা করা। সমাপ্তির ৭ম দিনে জেলা পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাংকন পুষ্টি বিষযক কুইজ প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি।
###
Geen reacties gevonden