স্টাফ রিপোর্টার > দিনাজপুরের জেলা সদরের চুনিয়াপাড়া এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জমির পানিতে পড়েছিল ওই লাশ। শরিরে একটি গেঞ্জি ছাড়া কোন কাপড় ছিলনা।
স্হানীয়রা জানান, চুনিয়াপাড়ার উত্তর দিকে রেল লাইনের কিছুটচ দুরে জমির পানিতে পড়েেছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ। খবর পেয়ে বিকাল পৌনে ৪টা৷ দিকে ঘটনাস্হলে পৌছে কোতয়ালী থানা পুলিশ। তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ওই স্হানে কেউ ফেলে গেছে বলে ধারনা করছেন তারা।
কোতোয়ালী থানার ইনচার্জের দ্বায়িত্বে থাকা ইন্সপেক্টর ( তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান জাানান, খবর পেয়ে সুরতহাল তৈরিসহ লাশ উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন তারা।
###