close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দীঘিনালায় পুলিশের অভিযানে ১৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক-২..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চোরাচালানকালে ১৬ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট (ORIS) ও রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ।..

শুক্রবার (২৪ মে) উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং পুলিশ ফাঁড়ির সংলগ্ন বাজারে আনুমানিক সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে দুটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িগুলোর ভেতর থাকা দশটি প্লাস্টিকের বস্তা থেকে প্রায় ১৬ লাখ টাকার ১৪ হাজার প্যাকেট ‘ORIS’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

অভিযানে মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) নামে দুই যুবককে আটক করা হয়। তারা উভয়েই মেরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোবাহানপুর এলাকার বাসিন্দা।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, আটক হওয়া দুজন সিগারেট পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।  আটক দুইজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫-বি ধারায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিরা পরিকল্পিত চোরাচালানের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Nessun commento trovato


News Card Generator