close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দীঘিনালা জোনের পক্ষথেকে পানছড়ি দূর্গম এলাকায় কম্বল বিতরন..

Md sohel Rana avatar   
Md sohel Rana
****

মো সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি)  

খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষ থেকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দূর্গম হারূবিল পাড়া এবং বুদ্ধুরাম পাড়ায় শীতের কম্বল বিতরন করা হয়েছে। বুধবার (২৪ডিসেম্বর) সকালে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দূর্গম হারূবিল পাড়া এবং বুদ্ধুরাম পাড়ায় দীঘিনালা জোন কমান্ডার লে: কর্নেল মো: ওমর ফারূক, পিএসসি নির্দেশনায় ক্যাপ্টেন হাসনাইন আলভি নেতৃত্বে অসহায় গরীব শতাধিক পাহাড়ি জনগোষ্ঠি শীতার্তদের মধ্যে শতাধিক কম্বল বিতরন করা হয়।এসময়ে আরো উপস্থিত ছিলেন লে: নোমান আল সাবিত ও ওয়ারেন্ট অফিসার মো:খাদেমুল ইসলাম।

コメントがありません


News Card Generator