close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দীঘিনালায় 'উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি' গঠিত..

Md sohel Rana avatar   
Md sohel Rana
পার্বত্য অঞ্চলে সহনশীল জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ..

মো: সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার(২৩ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম(ইউএনডিপি)'র যৌথ বাস্তবায়নে 'বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রেসিলাইন্স ইন দ্যা চিটাগং হিল ট্র্যাক্টস(বিইআরসিআর-সিএইচটি)' এ প্রকল্পে অর্থায়ন করছে 'গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা(জিএসি)'।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তানজিল পারভেস' সভাপতিত্বে মহেশ্বর ত্রিপুরার সঞ্চালনায় কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, বনবিভাগের নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা জাহেদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাভারপ্রাপ্ত) কনিকা খীসা, দীঘিনালা থানার এএসআই সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা, উপজেলা সমবায় অফিসার ত্রিরতন চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীনা চাকমা, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক পপেন ত্রিপুরাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি।
এক সংক্ষিপ্ত আলোচনা শেষে ইউএনও তানজিল পারভেসকে সভাপতি ও বন কর্মকর্তা জাহেদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটিগঠন করা হয়।
২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারির বাংলাদেশ গেজেটের ধারা-১৯ অনুসরণ করে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ করবে বলে আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয়।

জানা যায়, ২০১৭ সালে প্রকাশিত গেজেটে উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠনের কথা বলা হলেও সরকারিভাবে এখনও এরকম কোনো কমিটি নেই। এবার প্রথম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি বিইআরসিআর-সিএইচটি প্রকল্পের আওতায় এ কমিটি গঠন করা হয়েছে।

Комментариев нет


News Card Generator