close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ঢাকা | ৯ ফেব্রুয়ারি – ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী বাংলাদেশ সরকার। ধানমন্ডি ৩২ নম্বরে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে ভারত সরকার যে নিন্দা জানিয়েছে, সেটিকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে উল্লেখ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম রোববার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানান, "বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়। ভারত যে বিবৃতি দিয়েছে, সেটি বাংলাদেশ সরকারের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।"
ভারতের নিন্দা আর বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের জনগণের একটি বড় অংশ তার এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বলেও জানিয়েছেন রফিকুল আলম।
৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের নিন্দা বার্তাকে অপ্রত্যাশিত হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকার দাবি, "বাংলাদেশ কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেনি, তাই প্রতিবেশী দেশ থেকেও এমন আচরণ আশা করা যায়।"
ভারত-বাংলাদেশ কূটনৈতিক উত্তেজনা
এ ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে বাংলাদেশ সরকার কড়া প্রতিবাদ জানায়। এর ঠিক পরের দিনই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয় এবং জানানো হয়, শেখ হাসিনার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, এতে ভারতের কোনো দায় নেই।
পর্যবেক্ষকদের মতে, ধানমন্ডি ৩২-সংক্রান্ত এই বিবৃতি ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। তবে এই পরিস্থিতি কীভাবে সামলাবে দুই দেশ, সেটাই এখন দেখার বিষয়!
Walang nakitang komento



















