close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: চালকের দাবি, ব্রেক ফেল, মালিকের নির্দেশে চলছিল বাস

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় সংঘটিত দুর্ঘটনায় সংশ্লিষ্ট বাসের চালক মোহাম্মদ নুর উদ্দিন (২৬) দাবি করেছেন, বাসটির ব্রেক কাজ করছিল না। র‍্যাপিড অ্যাকশন ব্যা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় সংঘটিত দুর্ঘটনায় সংশ্লিষ্ট বাসের চালক মোহাম্মদ নুর উদ্দিন (২৬) দাবি করেছেন, বাসটির ব্রেক কাজ করছিল না। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্রে জানা গেছে, চালক একাধিকবার ব্রেক কষার চেষ্টা করেও বাসটি থামাতে ব্যর্থ হন। র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, বাসটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় ছিল। মেরামতের পর সেদিনই সেটিকে সড়কে নামানো হয়। চালক প্রথম থেকেই বুঝতে পারেন যে বাসটির ব্রেকে সমস্যা রয়েছে। মালিককে এ বিষয়ে জানালে তিনি ধীরে চালানোর নির্দেশ দেন। “চালক আমাদের বলেছেন, দুর্ঘটনার সময় ব্রেক কষার পরও বাসটি থামানো সম্ভব হয়নি,” বলেন এই র‍্যাব কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক নুর উদ্দিন আরও জানান, তার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা ছিল না এবং তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন। তবে দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন না বলে দাবি করেছেন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নুর উদ্দিনকে আটক করে র‍্যাব। “চালকের স্বীকারোক্তি অনুযায়ী, দুর্ঘটনার জন্য বাসের যান্ত্রিক ত্রুটি এবং মালিকের দায়িত্বজ্ঞানহীনতা বড় কারণ,” মন্তব্য করেন তাপস কর্মকার। এই দুর্ঘটনা আরও একবার সড়ক নিরাপত্তা এবং যানবাহনের রক্ষণাবেক্ষণের গুরুত্বকে সামনে এনেছে। সাধারণ মানুষের দাবি, এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
لم يتم العثور على تعليقات