নাফিজ আহমেদঃ রাজবাড়ী -২ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ বলেছেন - দেশনেত্রী খালেদা জিয়া সারাজীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে। এজন্য তিনি পুত্র হারিয়েছেন,ঘর বাড়ী হারিয়েছেন,সুখ সাচ্ছন্দ্য হারিয়েছেন। আমাদেরকে তার আদর্শ ধরে রাখতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে হবে। তিনি বুধবার সন্ধায় কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহানগীর আলম জুলু। এতে উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল কবির কুন্নু, আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার, সাধারন সম্পাদক সোহান মোল্লা,সাবেক সভাপতি আমজাদ হোসেন খাজা,আলম রেজা, ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
দেশনেত্রী খালেদা জিয়া সারাজীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে-হারুন অর রশীদ..
Tidak ada komentar yang ditemukan



















