দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি এই তথ্য প্রকাশ করেন।

রোববার (২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন সিইসি। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন জাতিকে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি দিয়েছে এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

পুরুষ ও নারী ভোটারের সংখ্যা

নতুন ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। অপরদিকে নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। ভোটার তালিকায় এবার পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কিছুটা কম হলেও সামগ্রিকভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

জাতীয় ভোটার দিবসের উদযাপন

ভোটার তালিকা প্রকাশের পর প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। এরপর এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন হয়ে আসছে। এ বছর সপ্তমবারের মতো নির্বাচন কমিশন দিবসটি উদযাপন করে। দিবসটির উদ্দেশ্য জনগণের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করা।

 

Комментариев нет