পবিত্র হজ পালনের পর একে একে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। ইতিমধ্যে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন হাজি, যাদের মধ্যে রয়েছেন সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ হাজার ৫৯৫ জন। শুক্রবার (২০ জুন) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
হজ শেষে ফেরা এই জনস্রোত যেন একেকটি কাহিনি—আল্লাহর ঘর থেকে ফিরে আসা এক একটি জীবন্ত অভিজ্ঞতা। ঢাকার হজ অফিস, এয়ারলাইনস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি এবং সৌদি আরবের তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৯৩টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন।
হজ শেষে ভীষণ ক্লান্ত এই হাজিদের ঘরে ফেরার প্রতীক্ষায় প্রিয়জনেরা দিন গুনছিলেন বহুদিন। অবশেষে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এক উচ্ছ্বাসের আবহ।
হজ শুধু একটি ধর্মীয় রীতি নয়—এটি আত্মার শুদ্ধির এক চরম সাধনা। তবে এবারের হজে অনেকেই ফিরে এলেও, ৩৬ জন বাংলাদেশির প্রাণহানি সেই আনন্দঘন মুহূর্তে বেদনার সুর বয়ে এনেছে। প্রিয়জনদের মুখে হাসি থাকলেও, কিছু পরিবারের ঘরে আজও ফিরে আসেনি সেই কাঙ্ক্ষিত মুখ।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মৃত ও অসুস্থ হজযাত্রীদের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। আর বাকিদের দেশে ফেরা প্রক্রিয়া চলছে পুরোদমে।