close
লাইক দিন পয়েন্ট জিতুন!
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষমাত্রই উদ্যোক্তা, তারা কখনোই শ্রমিক নয়। শ্রমিক হওয়া মানে বিপথে চলে যাওয়া, যা মানুষের প্রকৃত পথ নয়।” তিনি আরও বলেন, “মানুষের পথ হলো সৃষ্টির পথ, যা তার নিজের মনের ভিতর থেকেই উদ্ভূত হয়। নিজের চিন্তা ও সৃজনশীলতা দিয়ে কিছু সৃষ্টি করা, অন্যের হুকুমে না।”
এই মন্তব্য তিনি আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে দেন।
ড. ইউনূস তার বক্তব্যে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন কিছু সৃষ্টি করার জন্য মানুষকে বাধা নয়, সুযোগ দিতে হবে।
Không có bình luận nào được tìm thấy