close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চুয়ান্ন-তে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অভিনয়জগতের নিঃশব্দ এক নক্ষত্রপতন। দীর্ঘদিনের অসুস্থতার অবসানে না-ফেরার দেশে পাড়ি দিলেন বলিউড ও টেলিভিশনের পরিচিত মুখ মুকুল দেব। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।..

বলিউডে আবারও নেমে এলো গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। হৃদয়বিদারক এই খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

মুকুল দেব গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার জটিলতা বাড়ায় চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। শুক্রবার গভীর রাতেই দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বলিউড থেকে টেলিভিশন— সর্বত্রই ছিল তাঁর দাপুটে উপস্থিতি। ‘দস্তক’ ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে তার আত্মপ্রকাশ। এরপর ‘জয় হো’, ‘সন অফ সর্দার’, ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। শুধু হিন্দি নয়, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, মালায়ালাম, ইংরেজি এবং বাংলা ছবিতেও তার স্বাক্ষর রেখেছেন তিনি। নায়ক জিৎ-এর বিপরীতে একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুকুল।

মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা বিধু দাড়া সিং। তিনি বলেন, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না – এটা আমাদের সবার জন্য বড় দুঃখ।” বলিউডের আরও অনেক তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

একাকীত্ব আর বিষণ্ণতা তাকে গ্রাস করেছিল। বলিউড সূত্র জানায়, মা-বাবার মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে সকলের থেকে গুটিয়ে ফেলেছিলেন। খুব কমই বাড়ি থেকে বেরোতেন, বন্ধুবান্ধবদের সাথেও যোগাযোগ রাখতেন না। শেষদিকে তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন। তাঁর বন্ধু অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বলেন, “মুকুল কখনো আমাদের তার শরীর খারাপের কথা বলেনি। হঠাৎ এই খবরটা শুনে ঘুম ভেঙে গেল। আর কখনো ফোনটা বাজবে না ওর।”

টেলিভিশনের জনপ্রিয় মুখ থেকে হয়ে উঠেছিলেন বড় পর্দার পরিপক্ব অভিনেতা। ছোট পর্দার খলচরিত্রগুলোতে যেমন তিনি ছিলেন বাস্তবমুখী, তেমনি সিনেমায় তার গভীর অভিনয় শক্তি বারবার প্রমাণ করেছে যে তিনি শুধু একটি চরিত্র নয়, একটি প্রাণবন্ত উপস্থিতি।

মুকুল দেবের ভাই রাহুল দেব ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন সহকর্মীরা। বলিউড হারাল আরেক বিশ্বস্ত অভিনেতাকে— যে আলোয় ভরিয়ে দিত স্ক্রিন, সে আলো আজ নিভে গেল।


 

মুকুল দেবের হঠাৎ চলে যাওয়া শুধু বলিউডের ক্ষতি নয়, এটি এক প্রজন্মের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো সংযত, গভীর এবং বাস্তবসম্মত অভিনয়শিল্পী আজকের দিনে বিরল। তাঁর মৃত্যুতে বলিউডের পর্দা যেন কিছুটা ঝাপসা হয়ে গেল।

Keine Kommentare gefunden


News Card Generator