close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
চমকপ্রদ তাণ্ডব: ফ্রান্সের মায়োতে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ১৪ জনের মৃত্যু, আহত ২৪৬
ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের মায়োত অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, ২৪৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর, কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক তৎপরতা শুরু করেছে।
রোববার (১৫ ডিসেম্বর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড় চিডোর গত ৯০ বছরের মধ্যে মায়োত অঞ্চলে আঘাত হানা সবচেয়ে তীব্র এবং বিধ্বংসী ছিল। ঝড়টি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের মধ্য দিয়ে বয়ে গিয়ে কোমোরোস ও মাদাগাস্কার দ্বীপপুঞ্জকেও প্রভাবিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মায়োতের অনেক বসতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে গেছে, গাছ উপড়ে গেছে এবং ধাতব ছাদসহ বিভিন্ন কাঠামো ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় অন্তত ২২৬ কিলোমিটার বেগে বয়ে গেছে, যা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।
মায়োতের রাজধানী মামুদজুর মেয়র আম্দিনিলওয়াহেদু সৌমাইলা জানান, ঘূর্ণিঝড় চিডো যখন মোজাম্বিক থেকে ৫০০ কিলোমিটার পূর্বে দ্বীপপুঞ্জে আঘাত হানে, তখন মায়োতের তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তাই কর্তৃপক্ষ সকল ধরনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।
এদিকে, উদ্ধারকারী দলগুলোর সহায়তায় আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তবে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Ingen kommentarer fundet



















