দিনাজপুর প্রতিনিধি > দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৩টার দিকে ওই ঘটনা ঘটেছে।
রেলওয়ে থানার উপ পরিদর্শক জহির রায়হান জানান, পঞ্জগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর স্টেশন অতিক্রমের সময় ইঞ্জিনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত শামিম আলী (৬৬) পাবর্তীপুরের উত্তর হরিহরপুর গ্রামের মৃত খয়েরুল্লাহর ছেলে। সে কিছুটা মানষিক ভারসাম্যহীন ভবঘুরে।
বেশীর ভাগ সময়ে চিরিরবন্দর রেলওয়ে ষ্টেশনে পড়ে থাকতো সে। রেললাইন ধরে হাটার সময় দুর্ঘটনার শিকার হয়েছে ওই ব্যক্তি।



















