close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে ট্রেনে কাটায় যুবক নিহত

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
সাম্প্রতিক সময়ে মানষিক ভারসাম্যহীন হয়েছিল সে
স্টাফ রিপোর্টার > দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের চাকায় কাটা পড়ে একজন যুবক নিহত হয়েছে। ়আজ বৃহস্পতিবার সকালে কাঞ্চন কমিউটার ট্রেনে কাটা পড়ে সে। নিহত ব্যক্তি সাম্প্রতিক সময়ে মানষিক ভারসাম্যহীন হয়েছিল। 
 
 নিহত ব্যক্তি কামরুজ্জামান বিপ্লব (৩৩) চিরিরবন্দরের দক্ষিন পলাশবাড়ীর মাষ্টার পাড়ার বাসিন্দা মৃত নুর শাহের ছেলে।
 
জানা গেছে, সকাল ৮টার দিকে পাবর্তীপুর জংশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে প্রবেশের সময়  কামরুজ্জামান বিপ্লব হঠাৎ করে সামনে ঝাপ দেয়। পরে তাকে মৃত অবস্হায় উদ্ধার করেছে স্হানীয়রা।
 
রেলওয়ে থানার ইনচার্জ আব্দুল মান্নান জানান, মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তার চিকিৎসা চালাচ্ছিল পরিবার।  আজ সে আত্বহত্যার পথ বেছে নেয়। পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা। 
###
 
Nenhum comentário encontrado


News Card Generator