close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে ট্রেনে কা টায় বৃদ্ধা নারী নি হ ত

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
মেয়ে জামাইয়ের বাড়ী যাওয়া হলোনা তার। তার আগে ট্রেনে খন্ডিত হলো বৃদ্ধা

স্টাফ রিপোর্টার,  দিনাজপুর > দিনাজপুরের চিরিরবন্দরের রেলওয়ে স্টেশনে  দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়ে একজন বৃদ্ধা নারী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রেললাইন পারাপারের সময় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আন্জুয়ারা বেগম (৬০) চিরিরবন্দরের  বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী। 
স্থানীয়রা জানায়, সকালে বাড়ী থেকে বের হয়ে রেললাইন অতিক্রম করে মেয়ের জামাতার বাসায় যাবার সময় সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে দুর্ঘটনাস্থলে মারা গেছেন বৃদ্ধা।
রেলওয়ে ইনচার্জ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন তারা। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি।
###
نظری یافت نشد


News Card Generator