স্টাফ রিপোর্টার > দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে মেয়ে নিহত এবং গুরুত্বর আহত হয়েছে মা। আজ বুধবার দুপুরে বজ্রবৃষ্টি শুরু হলে উঠোন থেকে ধান তোলার সময় হতাহতের ওই ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান আউলিয়াপুকুর ইউনিয়নের নেত্রবাটি গ্রামে মহাদেব চন্দ্র রায়ের বাড়ী উঠোনে মাড়াই করা ধান শুকানোর সময় দুপুরে বজ্রবৃষ্টি শুরু হলে তাড়াহুড়ো করে ধান তুলছিল মা মেয়ে। এসময় তাদের উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্হলে মেয়ে জয়শ্রী রায় (১১) মারা যায়। গুরুত্বর আহত হয়েছে শিশুটির মা কাকলী রানী রায়। তাকে হাসপাতালেফ ভর্তি করা হয়েছে।