আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান আজ ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। এ সময় নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে তাদের সমর্থন জানান।
এ সময় আলহাজ্ব এম এ হান্নান বলেন,
“ফরিদগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে আমি কাজ করতে চাই। জনগণের সমর্থন পেলে ফরিদগঞ্জকে একটি উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবো।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আলহাজ্ব এম এ হান্নান এলাকায় একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে চাঁদপুর-৪ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।



















