স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরল সীমান্তে আটক দুই দেশের ৪জন নাগরিককে পতাকা বৈঠকে পরষ্পরের কাছে হস্হান্তর করেছে বিজিবি এবং বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডাররা। বৈঠক শেষে আজ শুক্রবার রাত ৯ টার দিকে হস্হান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ শুক্রবার সকাল সাড় ১১টার দিকে৷ বিরলের ধর্মজান বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২০/১০-এস এর কাছে ৮ নং ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া সীমান্ত এলাকার শূন্য লাইনের কাছে নিজস্ব জমিতে ৮ থেকে ১০ জন বাংলাদেশী নাগরিক ধান কাটছিল। এক পর্যায়ে শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ধান মাড়াইয়ের কাজ করছিল তারা। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে ২জন কারুলিয়াপাড়ার বাসিন্দা বাংলাদেশী নাগরিক এনামুল হক (৫৫), পিতা-মোঃ ইসরাইল মোঃ মাসুদ (২৭), পিতা-মৃত এনামুল হককে ধরে নিয়ে যায় বিএসএফ বাহিনীর ৯১ ব্যাটালিয়নের কাটাবাড়ী ক্যাম্পের কর্তব্যরত সদস্যরা।
উক্ত ঘটনার প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় ২ জন ভারতীয় নাগরিক অভিনাথ (২৫), পিতা-সুরেন টুডু এবং ফিলিপ সরেন (৩৫), পিতাঃ লুর্ধু সরেন উভয়ের ঠিকানা গ্ৰামঃ অনন্তপুর, পোস্ট-কাটাবাড়ি, থানাঃ গংগারামপুর, জেলাঃ দক্ষিণ দিনাজপুরদ্বয়’কে আটক করে বিজিবি টহল দলের নিকট হস্তান্তর করে।
বর্ণিত ঘটনার প্রেক্ষিতে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফের ৯১ ব্যাটালিয়নের
কমান্ড্যান্টের সাথে সমন্বয়ের প্রেক্ষিতে বিজিবি এবং বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে সন্ধ্যা পৌনে ৭টায় পতাকা বৈঠকে শুরু হয়। রাত ৯টার দিকে উভয় দেশের ওই ৪জন নাগরিককে বুঝে নিয়েছেন সংশ্লিষ্টরা।
###