close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিরামপুরে পরিচয়পত্র ওয়াকিটকিসহ  ভু য়া সে না সদ স্য আ ট ক 

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
হাতে ওয়াকিটকি পকেটে পরিচয়পত্রসহ বিরামপুরে পুলিশের হাতে ধরা পেড়েছে ভুয়া সেনা সদস্য।....
নিজস্ব প্রতিনিধি > দিনাজপুরের বিরামপুরে পরিচয়পত্র এবং ওয়াকিটকিসহ একজন ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আটক করা হয়েছে। আজ বুধবার তার বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে আজ বুধবার পুলিশ সুপারের পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর পৌরসভার ওয়ার্ড নং-৬ এর শান্তির মোড়ে অভিযান চালিয়ে এক ব্যক্তির দেহ তল্লাসি করে সেনাবাহিনীর পরিচয়পত্র (ID Card) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। এসময় আরো কয়েকজন পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে সে সেনাবাহিনীর সদস্য নয়। 
পুলিশের ধারনা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতেছিল ওই ব্যক্তিসহ আরো ৩ থেকে ৪ জন। ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল তারা।
উদ্ধারকৃত সামগ্রী জব্দহ আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে  আইনের আওতায় আনা হয়েছে। 
 
###
Không có bình luận nào được tìm thấy


News Card Generator