close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় ঘটনার নিন্দা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ী উপদেশ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।
ঔরন্যতমা তিনি জানান, বাংলা একাডেমিতে ঘটনা সম্পর্কে তিনি নিন্দায়। ঘটনার সময় তিনি ফ্লাইটে ছিলে। নামার পর থেকে সার্বক্ষণিক যোগাজ রাখছেন এবং ঘটনার সব ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছেন।
সরয়ার ফারুকী বলেন, একাডেমি ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, জারা তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আবহে আনা হবে।
তিনি আরও বলেন, সরকার স্পষ্ট বক্তব্যতা একতাই, এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই সবরকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি।
لم يتم العثور على تعليقات