close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিজিবি'র নীল দরিয়া বাসের তল্লাশি চালক ইয়াবাসহ আটক 

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি 
কক্সবাজার টেকনাফ  ইয়াবাসহ নীল দরি য়া বাসের চালককে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা। আটক চালক কক্সবাজারের সুজাউ সওদাগর পাড়ার মৃত নবী হোসেন এর ছেলে মো. রুবেল (৩৭)।..

ওই সময় নীল দরিয়া বাসটিও জব্দ করা হয়।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, আজ বুধবার বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি নীল দরিয়া মিনি বাস ইমামের ডেইল চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশি চলাকালে বাসের ইঞ্জিন কভারের নীচে কালো ট্যাপ দ্বারা প্যাঁচানো একটি পোটলা থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও যাত্রীবাহী সিভিল মিনি বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Nenhum comentário encontrado


News Card Generator