চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল আনোয়ার (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) বিকালে পারকি সমুদ্র সৈকত থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নুরুল আনোয়ার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া গ্রামের মৃত আবদুস ছাত্তারের পুত্র এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সমর্থিত।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত নুরুল আনোয়ার উপজেলা কৃষক লীগের সভাপতি বিএনপির মিছিলে হামলা মামলার তালিকাভূক্ত আসামী। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।