ইশরাক হোসেন কে ঢাকা দক্ষিনের মেয়র ঘোষণা করা উচিত। যদি চট্টগ্রামের ডাঃ শাহাদাত হোসেন কে মেয়র ঘোষণা না করতেন তাহলে এই প্রশ্ন থাকতো না। যেহেতু তার ক্ষেত্রে মেয়র ঘোষণার পরেই শপথ পড়ানো হয়েছে, আমি মনে করি ইশরাক হোসেনকেও সেই হিসেবে মেয়র ঘোষণা করতে হবে। এখানে শক্তি পরীক্ষার কিছু নেই। শক্তি পরীক্ষায় জনগনই সব সময় উত্তীর্ণ হয়। যার প্রমাণ ৫ই আগষ্ট জনগন দেখিয়েছে। ইশরাক হোসেন বিএনপি তাই তার দাবী সত্য হলে মেনে নিতে যাদের কষ্ট হয় আমি মনে করি তারা রাজনীতি নয় বরং প্রতিহংসা করছেন। একই সাথে সরকারের উচিত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করীমকে ঘোষণা করা। সরকার যদি শুরু থেকেই সব যায়গায় মেয়র ঘোষণা বন্ধ রাখতে পরিপত্র জারি করতেন এবং নির্বাচনের পথে চলতেন তাহলে এই বিতর্কে পড়তে হতোনা। এটা সরকারের দূর্বলতার কারণে হয়েছে, এখন এটা সরকারকেই সমাধান করতে হবে। কথা একদম ক্লিয়ার। বেশী চাপাচাপি করে পরিবেশ নষ্ট না করার জন্য সরকারের প্রতি আমার আহবান থাকবে।
✍️ড. ফয়জুল হক
Aucun commentaire trouvé