close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: আমিনুল হক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিরপুরে আয়োজিত আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে আমিনুল হক বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করেনি, বরং মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ১৭ বছর ধরে জনগণ ভোট দিতে পারছে ..

"বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না" — রাজধানীর মিরপুরে আয়োজিত এক ক্রীড়া অনুষ্ঠানে এই বার্তা দিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রবিবার বিকেলে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে আয়োজিত “জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যে আমিনুল হক বলেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি আদর্শিক দল। এই দল কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করেনি। বরং মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ৯ মাস পার হয়ে গেছে। অথচ দেশের মানুষ এখনো ১৭ বছর ধরে হারানো ভোটাধিকার ফিরে পায়নি। বারবার নির্বাচন দাবি করেও কোনো ফল পাওয়া যায়নি। কেউ কেউ বলে বিএনপি নাকি ক্ষমতায় যেতে চায়, আমি বলছি—আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি, ক্ষমতার রাজনীতি নয়।”

ভোটাধিকারের দাবিতে বিএনপির অবস্থান

আমিনুল হক আরও বলেন, “১৭ বছর ধরে জনগণ নিজের ভোট নিজে দিতে পারছে না। এটা শুধু রাজনৈতিক সমস্যা নয়, এটা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ। দেশের মানুষ এখন এই স্বৈরাচারী সরকারের অবসান চায়। সবাই মিলে শেখ হাসিনার দুঃশাসন প্রত্যাখ্যান করেছে। সময় এসেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, সময় এসেছে জনগণের অধিকার ফেরানোর।”

সরকারের শাসনামলকে ‘নজিরবিহীন দুঃশাসন’ আখ্যা

সরকারের দীর্ঘ শাসনামলের harsh চিত্র তুলে ধরে আমিনুল বলেন, “এই সরকার জনগণের বিরুদ্ধে জুলুম-নির্যাতনের এক ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিহাসে এমন স্বৈরাচারী শাসনের নজির খুঁজে পাওয়া কঠিন। এখন এই সরকারের পতন অপরিহার্য, এই দেশে আর স্বৈরাচারী রাজনীতির কোনো স্থান নেই।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার এই লড়াইয়ে আমাদের ভয় পেলে চলবে না। এটাই শহীদ জিয়াউর রহমানের আদর্শ—মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।”

বিএনপির নেতাদের উপস্থিতি ও ঐক্য বার্তা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু ছাড়াও তুরাগ, মোহাম্মদপুর, গুলশান, উত্তরা পশ্চিম, আদাবর থানা থেকে আগত নেতৃবৃন্দও এই আয়োজনে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোঃ চান মিয়া, মীর মোঃ কামাল হোসেন, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন শিশির, কামাল হোসেন সরকারসহ আরও অনেকে।

বিদ্যালয়ের অনুষ্ঠানেও অংশগ্রহণ

এর আগে দুপুরে মিরপুর ১১ নম্বরে অবস্থিত শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আমিনুল হক। সেখানেও তিনি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ছড়িয়ে দেন এবং গণতান্ত্রিক চেতনা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

No se encontraron comentarios