close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরাজগঞ্জের গৌরব..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর  গ্রামের শিশু গৌরব পাল নিজের মেধা আর চেষ্টা দিয়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের "খ" ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী শুধু নিজের নয়, তার বিদ্যালয় ও এলাকার গর্বও হয়ে উঠেছে। গৌরব সিরাজগঞ্জের রসুলপুর গ্রামের হাইস্কুল শিক্ষক গৌতম চন্দ্র পাল ও গৃহিণী বেদনা রানী পালের ২য় সন্তান।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় গৌরব সাধারণ জ্ঞানে দ্বিতীয় হয়ে মেডেল ও সার্টিফিকেট  লাভ করে। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ও ইংরেজিতে প্রথম এবং জেলা পর্যায়ে সাধারণ জ্ঞানে প্রথম ও ইংরেজিতে দ্বিতীয় হয় সে।

গৌরবের বাবা গৌতম পাল সন্তানের এ অর্জনে আপ্লুত। তিনি বলেন, সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবেও বড় হোক এবং দেশের মানুষের জন্য কিছু করে দেখাক।

গৌরবের এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে গৌরব পাল।

নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলতে গিয়ে গৌরব পাল জানায়, ছোটবেলা থেকেই সাধারণ জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মেছে। পাঠ্যবইয়ের বাইরে মোবাইল ফোনে বিশ্বের নানা তথ্য ও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা হয়নি, তবুও দ্বিতীয় হয়ে অনেক খুশি। 

ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে গৌরব পাল জানায়, সরকারি বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চায় সে ।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম জানান, গৌরবের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মার ও অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।

没有找到评论


News Card Generator