close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত নেতা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানী ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামায়াত-এ-ইসলামীর এক শীর্ষস্থানীয় নেতা। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধা
রাজধানী ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামায়াত-এ-ইসলামীর এক শীর্ষস্থানীয় নেতা। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই জামায়াত নেতা নিজ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, হঠাৎ অন্য একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, জামায়াতের পক্ষ থেকে নিহত নেতার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।
没有找到评论