close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভিজিডির ৮৫ বস্তা চাল জব্দ, বিএনপি নেতা আটক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শেরপুরের নকলায় অভিযান চালিয়ে গরিবদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৮৫ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। আটক হয়েছেন স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী মণ্ডল। চাল গোপনে মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে তার বি..

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এক যৌথ অভিযানে ভিজিডি কর্মসূচির ৮৫ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। অভিযানে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী মণ্ডলকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। সহায়তায় ছিল সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি শক্তিশালী দল। অভিযানের কেন্দ্রবিন্দু ছিল চরঅষ্টধরের নারায়নখোলা বাজার ও হাজী মোড় এলাকা।

প্রশাসন সূত্রে জানা যায়, নারায়নখোলা বাজারের শাজাহান বেকারির পাশে নূর ইসলামের মালিকানাধীন একটি মার্কেটের কক্ষে দীর্ঘদিন ধরে সরকারি সহায়তার চাল মজুত করে রাখছিলেন শাহজাহান মণ্ডল। সেই কক্ষে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪১ বস্তা চাল এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পরবর্তীতে নারায়নখোলা হাজী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে পৃথক দুটি কক্ষেও অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় আরও ৪৪ বস্তা চাল। সবমিলিয়ে অভিযানে জব্দ করা হয় গরিব ও হতদরিদ্রদের জন্য নির্ধারিত ভিজিডি কর্মসূচির মোট ৮৫ বস্তা চাল।

স্থানীয়রা জানান, অভিযুক্ত শাহজাহান আলী মণ্ডল দীর্ঘদিন ধরে ভিজিডি চাল এবং টিসিবির পণ্য—যেমন তেল, চিনি ও ডাল—সংগ্রহ করে গোপনে জমা করতেন এবং তা চড়া দামে বিক্রি করতেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ আগেও স্থানীয়দের মুখে শোনা গেছে, তবে এবারই প্রথম প্রমাণসহ ধরা পড়লেন তিনি।

উল্লেখ্য, এর আগের রাতে একই এলাকায় আরও একটি অভিযানে প্রায় ৬৫ কার্টন টিসিবির সয়াবিন তেল, ১২ বস্তা চিনি এবং ২৪ বস্তা ডাল উদ্ধার করা হয়েছিল। তবে ডিলার সেলিমের অনুরোধ এবং পূর্বে অবহিতকরণ থাকায় সেগুলো পরে ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, “চরঅষ্টধর ইউনিয়নে চাল মজুদের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৫ বস্তা চাল জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। টিসিবির পণ্যগুলো ১৫ মে’র মধ্যে বিতরণের কথা থাকলেও ডিলারের অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। ঈদের আগেই নতুন চালানের সঙ্গে সেগুলো বিতরণ করা হবে।”

এ ঘটনায় প্রশাসনের তরফ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। একই সঙ্গে স্থানীয়ভাবে এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

Комментариев нет