ভান্ডারিয়াতে এখনো টোল আদায় হচ্ছে।
বিবাদী নং ৩ কর্তৃক ৩.১২.২০১৫ তারিখে জারি করা ৪৬.০০.০০০.০৬৩.৩১.০০২.১৩-২২৫৪ নং স্মারকটি বাস্তবায়নে ব্যর্থতা, যাতে পৌরসভা/উপজেলা পরিষদ/সিটি কর্পোরেশনগুলিকে তাদের নিজস্ব এখতিয়ারের মহাসড়কে মোটরযান থেকে অবৈধ টোল আদায় না করার নির্দেশ দেওয়া হয়।
ভান্ডারিয়াতে হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সড়কে চলছে চাঁদাবাজি। ভান্ডারিয়া বর্তমান চাঁদাবাজির স্পটগুলো হচ্ছে ভুবনেশ্বর ব্রিজ- ওভার ব্রিজ-এনায়েত খান ব্রিজ - বাসস্ট্যান্ডের বরিশাল কাউন্টার সংলগ্ন - কাঁঠালিয়ার প্রবেশপথ।
তাদেরকে এবিষয়ে জিজ্ঞেস করলে তারা মারমুখী হয়ে উঠে তারা এবিষয়ে সাক্ষাৎ নিতে গেলে তারা মোবাইল ও ক্যামেরা ভেঙে ফেলার পায়তারা করে। আজকে আমি বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে বাসস্ট্যান্ডের বরিশাল কাউন্টার সংলগ্ন ওখানে গিয়ে যে প্রমাণ পেয়েছি তা নিম্নরূপ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নিকট ফোন দিলে তিনি বিষয়বস্তু আচ করতে পেরে ব্যাস্ত বলে পরে ফোন দিবেন ফোন কেটে দেন। এরপরে বহুবার তার ফোনে নম্বরে যোগাযোগ করে কোন রেসপন্স পাওয়া যায় নি।
বাসস্ট্যান্ডের বরিশাল কাউন্টার সংলগ্ন ঘটনাস্থলে মানিক নামক টোল আদায়কারী মারমুখী হয়ে এবং বহু হুমকি প্রদান করেছেন। ভান্ডারিয়ায় সচেতন নাগরিক ও প্রশাসনের হস্তক্ষেপ নেই বললেই চলে।
এবিষয়ে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান কে জানালে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে জানান। কোন অভিযোগ পেলে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন