close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকার গর্ব অধ্যাপক মোঃ আমির হোসেন গফরগাঁও সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
অধ্যাপক আমির হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৃতি সন্তান। একজন শিক্ষাবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও একাগ্রতাই তাঁকে এ উচ্চপদে পৌঁছাতে সাহায্য করেছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আমির হোসেন সম্প্রতি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। এ গৌরবোজ্জ্বল অর্জনে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অধ্যাপক আমির হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৃতি সন্তান। একজন শিক্ষাবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও একাগ্রতাই তাঁকে এ উচ্চপদে পৌঁছাতে সাহায্য করেছে। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন আদর্শ শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের নিকটও ছিলেন অতি প্রিয় ও শ্রদ্ধেয়।

গণিত শিক্ষার প্রসারে তাঁর অবদান ও গবেষণামূলক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে প্রশংসিত হয়েছে বহুবার। গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি শিক্ষা, নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ নিয়োগে ভালুকা উপজেলাবাসী, সহকর্মী শিক্ষকবৃন্দ ও তাঁর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীগণ আনন্দিত এবং গর্বিত।

Inga kommentarer hittades