ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আমির হোসেন সম্প্রতি গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। এ গৌরবোজ্জ্বল অর্জনে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অধ্যাপক আমির হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কৃতি সন্তান। একজন শিক্ষাবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও একাগ্রতাই তাঁকে এ উচ্চপদে পৌঁছাতে সাহায্য করেছে। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন আদর্শ শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের নিকটও ছিলেন অতি প্রিয় ও শ্রদ্ধেয়।
গণিত শিক্ষার প্রসারে তাঁর অবদান ও গবেষণামূলক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে প্রশংসিত হয়েছে বহুবার। গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি শিক্ষা, নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ নিয়োগে ভালুকা উপজেলাবাসী, সহকর্মী শিক্ষকবৃন্দ ও তাঁর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীগণ আনন্দিত এবং গর্বিত।