ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল-এর নতুন ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২২ জুন ২০২৫) ময়মনসিংহ (দক্ষিণ) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রীতা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে শামীমা রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শারমিন আক্তার দিনা দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: আফরোজা আক্তার, সহসভাপতি: খালেদা নারগিস, যমুনা আক্তার, হানা হেনা, ডলি আক্তার, দীল আফরোজ, বুলুন্নাহার, আমেনা নাজনিন ও দেলোয়ারা পারভিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: নুরুন্নাহার, যুগ্ম সম্পাদকবৃন্দ: রেজিয়া বেগম, হোসনা আরা আক্তার, আবেদা সুলতানা লাভলি, পারভিন কিবরিয়া, ফাতেমা আক্তার, জেসমিন আক্তার ও আসমা আক্তার, সাংগঠনিক সম্পাদক: রাশিদা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: মমতাজ বেগম, মঞ্জিলা আক্তার, শাহনাজ পারভিন ডেইজি, পপি আক্তার ও জুয়েনা আক্তার, দপ্তর সম্পাদক: শিরিনা আক্তার, সহ-দপ্তর সম্পাদক: মোর্শিদা আক্তার, প্রচার সম্পাদক: রোকিয়া খাতুন, সহ-প্রচার সম্পাদক: নাসিমা আক্তার, ক্রীড়া সম্পাদক: রমিজা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক: কল্পনা আক্তার, সহ-সমাজকল্যাণ সম্পাদক: জোসনা খাতুন, কোষাধ্যক্ষ: নাসরিন আক্তার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক: জোসনারা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক: রিমি আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক: নুপুর নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক: হালিমা আক্তার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক: রত্না আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক: তাসলিমা আক্তার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক: মমতাজ বেগম।
এই কমিটির মাধ্যমে ভালুকা উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা। জেলা মহিলা দল নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি দলীয় দায়িত্ব পালনে নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।