close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকা উপজেলা মহিলা দলের ৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
নতুন কমিটিতে সভাপতি হিসেবে শামীমা রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শারমিন আক্তার দিনা দায়িত্ব পেয়েছেন। রোববার (২২ জুন ২০২৫) ময়মনসিংহ (দক্ষিণ) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল-এর নতুন ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ জুন ২০২৫) ময়মনসিংহ (দক্ষিণ) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রীতা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে শামীমা রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শারমিন আক্তার দিনা দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: আফরোজা আক্তার, সহসভাপতি: খালেদা নারগিস, যমুনা আক্তার, হানা হেনা, ডলি আক্তার, দীল আফরোজ, বুলুন্নাহার, আমেনা নাজনিন ও দেলোয়ারা পারভিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: নুরুন্নাহার, যুগ্ম সম্পাদকবৃন্দ: রেজিয়া বেগম, হোসনা আরা আক্তার, আবেদা সুলতানা লাভলি, পারভিন কিবরিয়া, ফাতেমা আক্তার, জেসমিন আক্তার ও আসমা আক্তার, সাংগঠনিক সম্পাদক: রাশিদা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: মমতাজ বেগম, মঞ্জিলা আক্তার, শাহনাজ পারভিন ডেইজি, পপি আক্তার ও জুয়েনা আক্তার, দপ্তর সম্পাদক: শিরিনা আক্তার, সহ-দপ্তর সম্পাদক: মোর্শিদা আক্তার, প্রচার সম্পাদক: রোকিয়া খাতুন, সহ-প্রচার সম্পাদক: নাসিমা আক্তার, ক্রীড়া সম্পাদক: রমিজা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক: কল্পনা আক্তার, সহ-সমাজকল্যাণ সম্পাদক: জোসনা খাতুন, কোষাধ্যক্ষ: নাসরিন আক্তার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক: জোসনারা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক: রিমি আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক: নুপুর নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক: হালিমা আক্তার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক: রত্না আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক: তাসলিমা আক্তার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক: মমতাজ বেগম।  

এই কমিটির মাধ্যমে ভালুকা উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা। জেলা মহিলা দল নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি দলীয় দায়িত্ব পালনে নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

没有找到评论


News Card Generator