close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে ঘটে এ ঘটনা। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে। জানা গেছে, মিজান কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত সোয়া ৯টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এসময় গুরুতর অবস্থায় মিজানকে প্রথমে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।
Hiçbir yorum bulunamadı


News Card Generator