close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছোট ভাইয়ের মৃত্যু..

a m abdul wadud avatar   
a m abdul wadud
১০ মিনিটের ব্যবধানে ২ সহোদর ভাই মৃত্যু বরণ করেন

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর মহল্লায় মৃত আহলু মিয়ার বড় ছেলে ফকির মিয়া (৫৬) ও মেজ ছেলে গাজী মিয়া (৫০) ১০ মিনিটের ব্যবধানে ২ সহোদর ভাই মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার (২১ এপ্রিল) রাত ৭.৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ফকির মিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন।

তার মেজ ভাই গাজী মিয়া এই মৃত্যুর খবর শুনে ১০ মিনিট পরেই হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ফকির মিয়া এক কন্যা এবং গাজী মিয়া এক পুত্র, এক কন্যা সহবহু গুণাগ্রহী রেখে গেছেন।

 

মঙ্গলবার সকাল ১০টায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহোদর ভাইয়ের জানাযা নামাজ শেষে দক্ষিণ কালিনগর কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator