বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খাল পুনরুদ্ধারের দাবিতে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন করেছে। আজ (১৪ মার্চ) সকাল ১০টায় ইউনিয়নের খালের অভিমুখে কয়েকশ’ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
বক্তারা জানান, একসময় ধূলিয়া ইউনিয়নের এই খাল কৃষিকাজ, মৎস্যসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু দখলদারদের আগ্রাসন, দূষণ এবং অবৈধ বাঁধ নির্মাণের কারণে খালটি কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি নির্মাণ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ঠিকাদার খালটি আটকে রেখেছে, যার ফলে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে এবং কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের জীবন-জীবিকা ধ্বংস করার এই ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না! অবিলম্বে খাল দখলমুক্ত করতে হবে, নইলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।" তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা একসঙ্গে সোচ্চার হয়ে বলেন, "এই খাল আমাদের, দখলদারদের নয়! প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরাই নিজেদের হাতে খাল উদ্ধার করব!"
অঞ্চলের পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত করতে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেদিকে এখন সবার দৃষ্টি।