close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাংলাদেশের প্রতি অটুট ভালোবাসা: প্রবাস থেকে মাতৃভূমির জন্য এক নিরন্তর প্রার্থনা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ওগো বাংলা মা, তোমায় অনেক ভালোবাসি। হাজার মাইল দূরে থেকেও তোমায় বুকে ধারণ করি।"—এই কথাগুলোই যেন প্রতিফলন করে প্রবাসী বাংলাদেশিদের অন্তরের গভীর ভালোবাসা ও মাতৃভ
ওগো বাংলা মা, তোমায় অনেক ভালোবাসি। হাজার মাইল দূরে থেকেও তোমায় বুকে ধারণ করি।"—এই কথাগুলোই যেন প্রতিফলন করে প্রবাসী বাংলাদেশিদের অন্তরের গভীর ভালোবাসা ও মাতৃভূমির প্রতি অটুট টান। কানাডা প্রবাসী মোহাম্মদ মমিনুল হক মিলন তাঁর হৃদয়ের কথাগুলো তুলে ধরেছেন এই বার্তায়। তিনি স্বপ্ন দেখেন এক ফ্যাসিবাদমুক্ত, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গড়ে ওঠার। এমন এক বাংলাদেশ, যে দেশ মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বদরবারে। তাঁর চোখে ভাসছে সেই বাংলাদেশ, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে, এবং সকল নাগরিক সমান মর্যাদায় বসবাস করতে পারবে। মোহাম্মদ মমিনুল হক মিলন বাংলাদেশের ইতিহাস ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে বলেন, "আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি, যাঁদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষাকে দিয়েছে স্বাধীনতার মর্যাদা। শ্রদ্ধা জানাচ্ছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের, যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। একই সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদদের, যাঁদের সাহসী পদক্ষেপ ইতিহাসের অংশ হয়ে আছে।" তিনি আরও বলেন, "বাংলাদেশের জন্য আমার ভালোবাসা কখনোই কমবে না। দূরে থাকলেও মনটা সবসময় মাতৃভূমির সঙ্গেই থাকে। সবসময় প্রার্থনা করি, প্রিয় বাংলাদেশ যেন শান্তি, সমৃদ্ধি এবং মানবতার পথেই এগিয়ে চলে।" মিলনের এই বার্তা শুধু একজন প্রবাসীর আবেগ নয়, বরং লক্ষ প্রবাসী বাংলাদেশির হৃদয়ের প্রতিচ্ছবি। প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে তাঁর এই অঙ্গীকার প্রমাণ করে, দেশ কখনোই তার সন্তানদের মন থেকে হারিয়ে যায় না। শেষ কথায়: বাংলাদেশের প্রতি প্রবাসীদের ভালোবাসা বরাবরই অটুট। দূরদেশের আকাশের নিচে থেকেও তাঁরা দেশের সুখ-দুঃখে পাশে থাকেন। মোহাম্মদ মমিনুল হক মিলনের এই বার্তায় সেই অন্তহীন ভালোবাসা আরও একবার প্রকাশ পেলো। প্রিয় বাংলাদেশ, ভালো থেকো!
Geen reacties gevonden