‘ভয়েস অব জুনুন’ – বহুল প্রতীক্ষিত কনসার্ট
এই কনসার্টটির আয়োজক অ্যাসেনবাজ, যারা ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে, আলী আজমতসহ ‘জুনুন’ ব্যান্ডের অন্যান্য সদস্যরা পারফর্ম করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে বাংলাদেশের মিউজিক ফ্যানদের জন্য এক অসাধারণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।
টিকিটের দাম ও বিক্রয়
অনলাইনে গেট সেট রকের অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। তিনটি ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে:
ভিআইপি আর্লি বার্ড: ৬,৯৯৯ টাকা
রেগুলার আর্লি বার্ড: ৩,৯৯৯ টাকা
স্টুডেন্ট আর্লি বার্ড: ১,৯৯৯ টাকা
পাকিস্তানি ব্যান্ডদের বাংলাদেশ মাতানোর ধারা অব্যাহত!
এর আগে, ২০২৩ সালের ১৫ নভেম্বর, ঢাকায় ‘ঢাকা রেট্রো’ কনসার্টে পারফর্ম করে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। তাদের দারুণ পারফরম্যান্স মুগ্ধ করেছিল দর্শকদের। এবার আলী আজমত ও তার ব্যান্ড ‘জুনুন’-এর পারফরম্যান্সও দর্শকদের জন্য হতে যাচ্ছে এক বিশাল চমক!



















