ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৫ মে: বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি (অধ্যক্ষ সেলিম ভূঁইয়া) এর ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক নেতারা মাদরাসা শিক্ষার সার্বিক অগ্রগতি ও শিক্ষকদের পেশাগত সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে মাদরাসাগুলোর উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।
সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ শিক্ষক নেতাদের আন্তরিকতার প্রশংসা করেন এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।



















