বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা শাখার সৌজন্য সাক্ষাৎ ইউএনও’র সঙ্গে..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ শিক্ষক নেতাদের আন্তরিকতার প্রশংসা করেন এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৫ মে: বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি (অধ্যক্ষ সেলিম ভূঁইয়া) এর ভালুকা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক নেতারা মাদরাসা শিক্ষার সার্বিক অগ্রগতি ও শিক্ষকদের পেশাগত সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে মাদরাসাগুলোর উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ শিক্ষক নেতাদের আন্তরিকতার প্রশংসা করেন এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Geen reacties gevonden


News Card Generator