close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাংলা একাডেমির মহাপরিচালক হলেন ড. মোহাম্মদ আজম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলা একাডেমির মহাপরিচালক হলেন ড. মোহাম্মদ আজম
বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেলেন লেখক ও অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য। এদিন প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন ২০১৩-এর ধারা ২৬ (২) এবং ধারা ২৬ (৩) মোতাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যসব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব ধরনের সম্পৃক্ততা পরিত্যাগের শর্ত অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায় জন্ম ড. মোহাম্মদ আজমের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। তারপর ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ান নিয়ে দীর্ঘ গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তিনি। ড. মোহাম্মদ আজমের উল্লেখযোগ্য বইগুলো হলো ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’ (সম্পাদিত), ‘কবি ও কবিতার সন্ধানে’।
Không có bình luận nào được tìm thấy